কী সেবা কিভাবে পাবেন: বিনামূল্যে অটিজম বিষয়ক সেবা, বিভিন্ন ধরনের থেরাপিসেবা, ভাষা শিক্ষণ, কাউন্সিলিং, সচেতনতা সৃষ্টি, প্রশিক্ষণ ওপুনর্বাসন কার্যক্রম সেবা পেতে হলে:
1. প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সুনামগঞ্জে 02 কপি পাসপোর্ট সা্জের ছবি ও জাতীয় পরিচয়পত্রের/জন্মনিবন্ধনের ফটোকপি জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে।
2. বিনামূল্যে সহায়ক উপকরণ প্রাপ্তির জন্য সেবা কে্েনদ্রর কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) কর্তৃক প্রত্যায়িত হওয়ার পর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে।যা িএকটি পুনর্বাসন কার্যক্রমের অন্তর্ভূক্ত।
3. অটিজম আক্রান্ত শিশুদের পিতা-মাতার প্রশিক্ষণ নিতে হলে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কর্তৃক মনোনীত ব্যক্তিগণকে প্রশিক্ষণের জন্য সদর দফতরে প্রেরণ করা হয়।
4. ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানের সেবার জন্য নিকটস্থ ইউনিয়ন পরিষদের ক্যাম্পিং স্থানে 02 কপি পাসপোর্ট সা্জের ছবি ও জাতীয় পরিচয়পত্রের/জন্মনিবন্ধনের ফটোকপি জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে।
5. অন্যান্য সেবা পেতে হলে দৈনিক স্থানীয় পত্রিকা, সুনামগঞ্জ ওয়েব পোর্টাল ও স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলে চোখ রাখতে হবে।