প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের সেবাদান ব্যবস্থা/কার্যক্রম:
১। সকল ধরণের ফিজিওথেরাপী (হস্তচালিত ও যান্ত্রিক)
২। অকুপেশনাল থেরাপী
৩। স্পিচ থেরাপী
৪। ল্যাঙ্গুয়েজ থেরাপী
৫। ভিজুয়্যাল টেস্ট
৬। হিয়ারিং টেস্ট
৭। দৈনন্দিন চলাফেরার প্রশিক্ষণ
৮। পরামর্শদান
৯। সংবেদনাত্মক ও উদ্বীপিতকরণ ব্যবস্থা
১০। সংবেদনশীলকরণ
১১। কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ, হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ক্রাচ, স্ট্যান্ডিং ফ্রেম, সাদাছড়ি, এলবো ক্রাচ, হিয়ারিং এইড, সেলাই মেশিন ইত্যাদি সহায়ক উপকরণ বিতরণ করা হয়
১২। অটিজম কর্ণার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS