Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

অর্জন সমূহ: প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সুনামগঞ্জ এর মাধ্যমে এ জেলায় প্রতিবন্ধী সনাক্ত জরিপ কার্যক্রম 2013 বাস্তবায়ন ও 12 ধরনের প্রতিবন্ধিতা সহ মৃদু মাঝারি ও তীব্র মাত্রা অনুযায়ী 23,482জন প্রতিবন্ধীকে সনাক্ত করা হয়েছে। যা একটি পরিসংখ্যান প্রতিবেদন Management Information System এর সাহায্যে যে কোন সময় সমগ্র জেলার প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা জানা যায়।  
অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল সুনামগঞ্জ গত 1লা সেপ্টেম্বর 2016 তারিখে প্রতিষ্ঠিত করা হয়। এ স্কুলটি হা্ওড় পাড়ের মানুষের মাঝে এমন ধারণা সৃষ্টি করেছে যে, প্রতিবন্ধিতা কোন অভিশাপ নয়, সমতা ভিত্তিক সুযোগ পেলে প্র্রতিবন্ধী জনগোষ্ঠীও  দেশের উ্ন্নয়ণে অংশীদার হতে পারে বলে আশার আলো সঞ্চার করেছে। 
ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানের মাধ্যমে প্রত্যেক ইউনিয়ন পরিষদে ক্যাম্পিং করে প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা, প্রতিবন্ধিতার ধরণ নির্ণয়, বিনামূল্যে থেরাপি সেবা প্রদান করে মানুষকে প্রতিবন্ধিতা সম্পর্কে নেতিবাচক দৃষ্টি পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করছে।